ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারী শ্রমিকদের উত্ত্যক্ত করায় ২ বখাটের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
নারী শ্রমিকদের উত্ত্যক্ত করায় ২ বখাটের কারাদণ্ড দন্ডপ্রাপ্তরা দুই বখাটে। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি মিলের নারী শ্রমিকদের উত্ত্যক্ত করার দায়ে দুই বখাটেকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারান এ রায় দেন।  

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে উমর আলী সেজু (২৩) ও একই গ্রামের আব্দুজ জাহেরের ছেলে সোহাগ মিয়া (২২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার (২৪) জুন বিকেলে মাধবপুরের সায়হাম কটন মিলে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন দুই নারী শ্রমিক। পথে নোয়াপাড়া বাজারে তাদের উত্ত্যক্ত করেন সেজু ও সোহাগ। এসময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের আটক করে মাধবপুর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে আটক দুইজনকে হাজির করলে স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ দণ্ড দেওয়া হয়।

ইউএনও তাসনুভা নাশতারান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দণ্ডপ্রাপ্ত ওই দুই বখাটেকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।