bangla news

মাদক নিয়ন্ত্রণে সহযোগিতা চাইলেন র‍্যাব-৫ সিও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-২৫ ৭:৪৪:১০ পিএম
র‍্যাব-৫ এর অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান। ছবি: বাংলানিউজ

র‍্যাব-৫ এর অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী অঞ্চলে জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন র‍্যাব-৫ এর নবনিযুক্ত অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজশাহীর র‌্যাব-৫ সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

মাহফুজুর রহমান বলেন, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলা নিয়ে র‌্যাব-৫ গঠিত। এসব জেলার বেশির ভাগই সীমান্ত সংলগ্ন। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত সংলগ্ন শিবগঞ্জ ও নাচোল এলাকা দিয়ে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য প্রবেশ করে। এরই মধ্যে বিষয়টি র‌্যাবের নজরদারিতে আনা হয়েছে। 

এ ব্যাপারে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মাহফুজুর রহমান।

এ সময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে র‌্যাব-৫ অধিনায়ক বলেন, মাদকের সঙ্গে যদি কোনো র‌্যাব সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে সাংবাদিকদের কাছ থেকে মহানগর ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন অধিনায়ক মাহফুজুর।

পরে রাজশাহীতে যোগদানের পর থেকে চলমান বিশেষ অভিযানের বিভিন্ন তথ্য তুলে ধরেন। 

তিনি বলেন, যোগদানের পর গত ১২ জুন থেকে ২৪ জুন পর্যন্ত রাজশাহীতে র‌্যাবের আভিযানে ১ কোটি ৮১ লাখ ৯৫ হাজার ১২০ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‌্যাব-৫ রাজশাহীর ১৩তম অধিনায়ক হিসেবে ১২ জুন যোগদান করেন মাহফুজুর রহমান। ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে (১৮তম বিসিএস) যোগদান করেন। 

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এসএস/আরআইএস/

ক্লিক করুন, আরো পড়ুন :   র‌্যাব মাদক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-06-25 19:44:10