ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুলাউড়ায় রেল দুর্ঘটনায় মৃত্যু, রেলমন্ত্রীর শোক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
কুলাউড়ায় রেল দুর্ঘটনায় মৃত্যু, রেলমন্ত্রীর শোক কুলাউড়ায় রেল দুর্ঘটনায় মৃত্যুতে রেলমন্ত্রীর শোক

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় উপবন এক্সপ্রেস ট্রেন (৭৪০) দুর্ঘটনায় চার জনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এক শোকবার্তায় রেলপথ মন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বলে শোকবার্তায় উল্লেখ করেন।

মঙ্গলবার (২৫ জুন) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

রোববার (২৩ জুন) দিবাগত রাতে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশন ছেড়ে এসে মনছড়া রেল সেতুটি পার হওয়ার সময় স্লিপারে লুজ কানেকশন থাকার কারণে চাকা সরে গিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে নিহত হন ট্রেনের চার যাত্রী। আহত হন দুই শতাধিক।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad