ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ১ টন পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
গাজীপুরে ১ টন পলিথিন জব্দ অভিযানে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবীসহ অন্যরা। ছবি:বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ১ টন পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাওনা চৌরাস্তা এলাকায় পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বিরোধী অভিযান পরিচালনা করা হয়। পরে ৪টি গুদাম থেকে প্রায় ১ টন পলিথিন জব্দ করা হয়। এ সময় একটি গুদাম মালিককে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অন্য গুদাম মালিকরা পালিয়ে যায়।

এ সময় উপস্থিতি ছিলেন পরিবেশ অধিদফতরের রিসার্চ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও আনসার সদস্যসহ পরিবেশ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা।  

গাজীপুরের পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, পলিথিন বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগেও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad