ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সচাপায় ২ যুবক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সচাপায় ২ যুবক নিহত 

সাতক্ষীরা: সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের চাপায় কামরুল হাসান (৩৫)  ও নান্নু (৩৪) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মোটরসাইকেল আরোহী কামরুল হাসান ও নান্নু সাতক্ষীরার স্টার কেবলসের কর্মচারী।

তাদের দু’জনের বাড়ি শহরের কাটিয়া ও লস্করপাড়ায়।  

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, কামরুল ও নান্নু একটি মোটরসাইকেলে করে তালা থেকে সাতক্ষীরায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিলে দু’জনেই গুরুতর আহত হন।  

স্থানীয়রা  তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় সিবি হাসপাতালে ভর্তি করা হলে তারা মারা যান। ময়না-তদন্তের জন্য তাদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।