ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে ফেনসিডিলসহ কাভার্ডভ্যানের চালক-হেলপার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
যশোরে ফেনসিডিলসহ কাভার্ডভ্যানের চালক-হেলপার আটক পুলিশের হাতে চালক-হেলপার, ছবি: বাংলানিউজ

যশোর: যশোর শহরে অভিযান চালিয়ে ৩৯১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন-শরীয়তপুরের বাসিন্দা সোহাগ (কাভার্ডভ্যান চালক) ও বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের বাসিন্দা শাওন (হেলপার)।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শহরের চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এস এম ফিরোজ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চৌরাস্তা মোড়ের রাসেল স্কয়ারের সামনে একটি কাভার্ডভ্যানের গতিরোধ করে পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যান থেকে ৩৯১ বোতল ফেনসিডিলসহ চালক-হেলপারকে আটক করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে বলেও জানান পরিদর্শক এস এম ফিরোজ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।