ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে চীনের সহায়তা চাইলেন ড. মোমেন 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
রোহিঙ্গা ইস্যুতে চীনের সহায়তা চাইলেন ড. মোমেন  চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়োর সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে রাজি করাতে চীনের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৫ জুন) চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়োর সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ সহায়তা চান।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে মিয়ানমার যেন তার দেশের নাগরিকদের দ্রুত ফিরিয়ে নেয়, এ ব্যাপারে চীনের সহায়তা চান ড. মোমেন।  

বৈঠকে চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন। ঝ্যাং জুয়ো রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে যোগাযোগ আরো শক্তিশালী করার জন্য গুরুত্বারোপ করেন।  

ড. মোমেন দু’দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে চুক্তি ও সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত বাস্তবায়নে চীনা রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। চীনা রাষ্ট্রদূত সব প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।