bangla news

না’গঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-২৫ ৩:৩৯:১৮ পিএম
পুলিশের হাতে গ্রেফতার চার আসামি, ছবি: বাংলানিউজ

পুলিশের হাতে গ্রেফতার চার আসামি, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- সিদ্ধিরগঞ্জের মন্ডলপাড়া এলাকার জয়নালের ছেলে কামাল, কদমতলী মধ্যপাড়া এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে জাফর, একই এলাকার মিজমিজির কালু মিয়ার ছেলে মাসুম ও গোদনাইল ভূঁইয়াপাড়ার জয়নাল আবেদীনের ছেলে শফিকুল আলম শামীম।

মঙ্গলবার (২৫ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতার আসামিদের মধ্যে জাফর নারী ও শিশু নির্যাতন, কামাল সাজাপ্রাপ্ত এবং বাকি দুইজন অন্যান্য মামলার পলাতক আসামি।

দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এসআই হাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-25 15:39:18