ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
টেকনাফে আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক বিজিবির হাতে আটক যুবক, ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি চারটি বন্দুক ও ১০টি তাজা কার্তুজসহ আফসার কামাল (২৭) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার হ্নীলার রঙ্গিখালী এলাকার ভাই ভাই অটোরাইস মিলে অভিযান চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

আটক আফসার কামাল হৃীলা রঙ্গীখালীর এলাকার ফরিদ আহম্মেদের ছেলে।

টেকনাফ ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বাংলানিউজকে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল হৃীলা রঙ্গীখালী এলাকায় ভাই ভাই অটোরাইস মিলে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় রাইস মিলে ধানের বস্তার ভেতরে লুকিয়ে রাখা চারটি দেশীয় তৈরি বন্দুক ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে আফসার কামাল নামের একজনকে আটক করা হয়।

এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।