ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোর কারাগারের কয়েদির মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
নাটোর কারাগারের কয়েদির মৃত্যু 

নাটোর: নাটোরে আব্দুর রাজ্জাক (৪৫) নামে জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) দিনগত রাতে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুর রাজ্জাক সিংড়া উপজেলার পশ্চিম ভেংরী গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।

নাটোর জেল সুপার আব্দুল বারেক এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আব্দুর রাজ্জাক একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

সোমবার সন্ধ্যার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। সকালে তার ময়না-তদন্ত সম্পন্ন করা হয়েছে।

কি কারণে তার মৃত্যু হয়েছে ময়না-তদন্ত রির্পোট পেলেই জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।