ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদক মামলায় মিয়ানমার নাগরিকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
মাদক মামলায় মিয়ানমার নাগরিকের কারাদণ্ড

কক্সবাজার: মাদক মামলায় কক্সবাজারে নুরুল ইসলাম নামে এক মিয়ানমার নাগরিককে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

সোমবার (২৪ জুন) কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান এ রায় দেন।  

নুরুল ইসলাম মিয়ানমারের মংডু এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১ মার্চ ৯ হাজার ৯৯৩ পিস ইয়াবাসহ টেকনাফ থেকে নুরুল ইসলামকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়। ওই বছর মামলাটি বিচারের জন্য সেশনস ট্রাইব্যুনালে তোলা হয়। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট এ.কে ফজলুল হক চৌধুরী।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এসবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad