ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

দেশজুড়ে ১৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩০, জুন ২৪, ২০১৯
দেশজুড়ে ১৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: দেশব্যাপী ৭টি বাজার তদারকির মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ১৭ প্রতিষ্ঠানকে মোট এক লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৩ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে দেশজুড়ে বাজার তদারকির অংশ হিসেবে এ জরিমানা করা হয়।

চট্টগ্রাম মহানগর, টাঙ্গাইল, দিনাজপুর, নরসিংদী, সিলেট, হবিগঞ্জ ও নোয়াখালী জেলায় এ বাজার তদারকি করা হয়।

বাজার তদারকির সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন লিফলেটও বিতরণ করা হয়।

অধিদফতরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।