ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুলাউড়া পর্যন্ত রেল যোগাযোগ চালু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
কুলাউড়া পর্যন্ত রেল যোগাযোগ চালু রেললাইন মেরামতের চিত্র। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় বন্ধ থাকার পর কুলাউড়া-ঢাকা এবং কুলাউড়া-চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ চালু হয়েছে।

তবে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হতে আরো কিছু সময় সময় লাগবে।  

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার (গ্রেড-১) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, শুধুমাত্র কুলাউড়া পর্যন্ত রেল যোগাযোগ চালু হয়েছে।

ঢাকা বা চট্টগ্রাম ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনগুলো কুলাউড়া রেলস্টেশন পর্যন্ত গিয়ে থাকবে।  

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হতে ঠিক কত সময় লাগবে তা সঠিক করে বলা যাচ্ছে না। তবে এটুকু বলা যায়, আরো সময় লাগবে। রেল বিভাগের তড়িৎ ব্যবস্থা নেওয়ার ফলেই অনতিবিলম্বে সিলেট-ঢাকা বা সিলেট-চট্টগ্রামের সঙ্গেথে রেল যোগাযোগ চালু হবে বলে জানান জাহাঙ্গীর আলম।  

রোববার (২৩ জুন) দিবাগত রাতে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশন ছেড়ে এসে মনছড়া রেল সেতুটি অতিক্রম করার সময় স্লিপারে লুজ কানেকশন থাকার কারণে চাকা সরে গিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে নিহত হন ট্রেনর ৪ যাত্রী। আহত হন অন্তত দুইশ।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
বিবিবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।