ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
নীলফামারীতে বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২৪ জুন) দুপুরে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মুর‌্যালটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের উদ্যোগে ১২ লাখ টাকা ব্যয়ে গত আগস্ট মাসে মুর‌্যালটির নির্মাণ কাজ শেষ হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়- নীলফামারীর ডিসি চত্বরে মুর‌্যাল স্থাপনের কারণে এখন থেকে এই চত্বরটি বঙ্গবন্ধু চত্বর হিসেবে পরিচিত হবে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।