ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কামারখন্দে ট্রেনে কাটা পড়ে শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
কামারখন্দে ট্রেনে কাটা পড়ে শিক্ষক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে রেজাউল আলম (৫০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। 

সোমবার ( ২৪ জুন) সকালে উপজেলার চক শাহবাজপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল আলম উপজেলার ঝাঐল ইউনিয়নের চক শাহবাজপুর গ্রামের মো. মকবুল হোসেন তালুকদারের ছেলে ও চক শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

 

চক শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খাতুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে শিক্ষক রেজাউল রেলক্রসিং পার হওয়ার সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা জামতৈল স্টেশনগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের কর্মকর্তা ভারপ্রাপ্ত (ওসি) হারুন মজুমদার বলেন, দুর্ঘটনার খবর আমাদের জানানো হয়নি। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।