ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সহজে ভোট দেওয়া যায় ইভিএমে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
সহজে ভোট দেওয়া যায় ইভিএমে

বগুড়া: জাতীয় পরিচয়পত্রের তথ্যানুযায়ী, আবুল হোসেন মণ্ডলের বয়স ৯২ বছর। চশমা ছাড়া চোখে ভালো দেখেন না তিনি। চশমাটাও মাঝে মধ্যে নাকের নিচে নেমে আসছিলো। এতে তার খানিকটা সমস্যাও হচ্ছিলো। আবার হাত দিয়ে টেনে নাকের ঠিক জায়গায় চশমাটা রাখছিলেন তিনি।

প্রবীণ এ ব্যক্তি মেশিনের মাধ্যমে ভোট দেন। ভোট দেওয়া শেষে প্রতিক্রিয়ায় আবুল হোসেন জানালেন, বাবা বয়স হয়ে গেছে।

তাই বুঝতে একটু সময় লেগেছে। আগে মার্কায় সিল মেরে ভোট দিয়েছি। এবার ভোট দিলাম মেশিনে। ভোট দিতেও সময় কম লাগলো। সহজে ভোট দেওয়া যায়।  
 
সোমবার (২৪ জুন) বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে ১৪১টি কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। প্রবীণ এ ব্যক্তির মতো জীবনে প্রথম ইভিএমে ভোট দিতে পেরে অনেক ভোটারই আনন্দ প্রকাশ করেন।
 
সকালের দিকে অনেক কেন্দ্রে পুরুষ ভোটারদের উপস্থিতি বেশ ভালই দেখা গেছে। বেলা ১১টার পর থেকে কেন্দ্রেগুলোতে নারী ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
 
এরুলিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রবীণ ভোটার সৈয়দ আলী প্রামাণিক বাংলানিউজকে জানান, এর আগে কখনো মেশিনে ভোট দেইনি। তাই প্রথমে একটু ভয় ছিলো যে, ভোট দিতে পারবো কি-না। কিন্তু কয়েকবার বোতাম চেপে ভোট দেওয়ার পর সেই ধারণা পাল্টেছে তার।
 
শহরের সেন্ট্রাল স্কুল, জিলা স্কুল, করনেশন স্কুল, প্রি ক্যাডেট স্কুল, মালতিনগর উচ্চ বিদ্যালয়, শহরতলীর এরুলিয়া উচ্চ বিদ্যালয়, ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক কেন্দ্র সরেজমিনে ঘুরে ভোটের এমন চিত্র দেখা যায়।
 
বগুড়া জিলা স্কুল কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে আসা তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানালেন, ইভিএমে প্রথম ভোট দিলাম। কিন্তু ভোট দিতে কোনো সমস্যা হয়নি। বরং দ্রুত ভোট দেওয়া গেছে। একই কথা জানালেন বিনা রানী নামে আরেক নারী ভোটার।
 
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল হোসেন বাংলানিউজকে জানান, এ কেন্দ্রে ১ হাজার ৯৭৭ জন ভোটারের মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৯৭ জন ভোটার তাদের ভোট দিয়েছেন।
 
ধরমপুরের সরকারি প্রাথমিক কেন্দ্রের প্রিজাইডিং আফিসার সাজ্জাদ হোসেন জানান, এ কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ৪০০ জন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৭৬টি।
 
এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম টি জামান নিকেতাকে ভোট দিতে দেখা যায়। বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজকে ভোট দিতে দেখা যায় বগুড়া করনেশন স্কুল কেন্দ্রে।
 
সাংবাদিকদের কাছে এ দুই প্রার্থী জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন। তবে ধানের শীষের প্রার্থী ইভিএম নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
 
এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮। ১৪১টি কেন্দ্রের ৯৬৫টি কক্ষে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
 
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ আসনটি থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়লাভ করেছিলেন। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। যে কারণে তফসিল দিয়ে আসনটিতে উপ-নির্বাচনের ভোটগ্রহণের সময় দেয় সোমবার (২৪ জুন) নির্বাচন কমিশন।
 
এ নির্বাচনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত এস এম টি জামান নিকেতা, বিএনপি মনোনীত গোলাম মোহাম্মদ সিরাজ, জাতীয় পার্টি মনোনীত নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু ও ব্যবসায়ী মিনহাজ।
 
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।