ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ দালাল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
নরসিংদীতে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ দালাল আটক আটক রোহিঙ্গা নারীসহ দালাল। ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীতে ভুয়া ঠিকানা ও নকল কাগজপত্র ব্যবহার করে পাসপোর্ট করার সময় এক রোহিঙ্গা নারীসহ দালালকে আটক করা হয়েছে। 

রোববার (২৩ জুন) বিকেলে জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।  

আটকরা হলেন- দালাল ইমান আলী ও রোহিঙ্গা নারী ইয়াসমিন আক্তার (২০)।

 

নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শাজাহান কবির বাংলানিউজকে বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে ওই নারীকে নিয়ে আসা হয়েছে। বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় শাহ আলম নামে একজন ওই নারীকে দালাল আলীর কাছে হস্তান্তর করেন। এরপর তারা দুইজন কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে আসেন। তাদের গতিবিধি সন্দেহ হলে কাগজপত্র যাচাই করা হয়। সেখানে জাতীয় পরিচয়পত্রের কার্ড নেই। অন্যান্য যেসব কাগজপত্র যুক্ত করা হয়েছিল তা বেশির ভাগই জাল। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমান স্বীকার করেন ইয়াসমিন আক্তার রোহিঙ্গা নাগরিক। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এমআরএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ