ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
কুমিল্লায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

কুমিল্লা: নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০১৯ পালন করা হয়েছে।

২৩ জুন (রোববার) এ দিবস উপলক্ষে জেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

এদিন সকালে জেলা প্রশাসন কর্মকর্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এরপর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। এছাড়া আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মো. মাঈন উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।