ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরীক্ষা দেওয়া হলো না স্কুলছাত্র মিজানুরের!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
পরীক্ষা দেওয়া হলো না স্কুলছাত্র মিজানুরের! মিজানুর রহমানের নিথর দেহ। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর বাঘায় মাইক্রোবাসের ধাক্কায় মিজানুর রহমান নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মিজানুর বাঘা উপজেলার ক্ষুদি ছয়ঘটি গ্রামের রান্টুর ছেলে এবং স্থানীয় চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

রোববার (২৩ জুন) দুপুরে উপজেলার চন্ডিপুর বাজারের আগে তিনখুঁটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর মাইক্রোবাসসহ চালক আরিফুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক চালক আরিফুলের গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানার বালিয়াঘাটা গ্রামে।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী বাংলানিউজকে বলেন, আমবাগানে থাকা বাবার কাছে খাবার পৌঁছে দিয়ে ফিরছিল মিজানুর। খাবার পৌঁছে দিয়েই স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিলো তার। কিন্তু পথে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই স্কুলছাত্র। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান বাঘা থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।