ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহেশখালীতে শীর্ষ মানবপাচারকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
মহেশখালীতে শীর্ষ মানবপাচারকারী গ্রেফতার পুলিশের হাতে গ্রেফতার মোজাম্মেল, ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে শীর্ষ মানবপাচারকারী মোজাম্মেলকে (৪৭) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

মোজাম্মেল কুতুবদিয়া উপজেলার তাজিয়াকাটা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।

রোববার (২৩ জুন) দুপুরে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২২ জুন) দিনগত রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি মতে রোববার ভোরে বড় মহেশখালীর দক্ষিণ ফকিরাঘোনায় এলাকায় অভিযান চালিয়ে মাটিতে পুঁতে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মোজাম্মেল একজন চিহ্নিত মানবপাচারকারী। তার বিরুদ্ধে মানবপাচার আইনে পাঁচটিসহ মোট ৬টি মামলা রয়েছে। তিনি ওই সব মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad