ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক আটক

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রায় দেড় কোটি টাকার হেরোইনসহ আল-আমিন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

রোববার (২৩ জুন) সকালে গোদাগাড়ী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আল-আমিন চাঁপাইনবাবগঞ্জের অনুপনগর এলাকার রহিমের ছেলে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, সকালে উপজেলার সারাংপুর গ্রামের জামাতের মোড় এলাকা থেকে এক কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ আল-আমিনকে আটক করা হয়েছে।  

তিনি আরো জানান, দেড় কেজি পরিমাণ উদ্ধারকৃত ওই হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি চল্লিশ লাখ টাকা। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।