ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কেন্দুয়ার কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
কেন্দুয়ার কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার র‌্যাবের হাতে গ্রেফতার ইকবাল। ছবি: বাংলানিউজ

নেত্রকোণা: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি ইকবালকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৩ জুন) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১৪।  

র‌্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান জানান, বুধবার (১২ জুন) দিনগত রাতে কেন্দুয়ায় এক কিশোরী গণধর্ষণের শিকার হলে সংশ্লিষ্ট থানায় ইকবালকে প্রধান আসামি করে মামলা করে ভুক্তভোগী ওই কিশোরী।

পরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শনিবার (২২ জুন) ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার টাঙ্গুয়া গ্রাম থেকে ইকবালকে গ্রেফতার করা হয়।  

ইকবাল কেন্দুয়ার স্বল্প কমলপুর গ্রামের সিদ্দিকুর রহামানের ছেলে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।