ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়েরবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
রায়েরবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর রায়েরবাজারে একটি ভবনের রংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন (২৫) ও আসিফ (২৬) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রং মিস্ত্রি রাজন নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা।

আর আসিফ মাদারীপুরের। দুজনেই সাদেক খান রোডে থাকতেন।

তাদের সহকর্মী আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, রায়েরবাজার দুর্গা মন্দির গলি এলাকায় একটি দোতলা ভবনে রংয়ের কাজ করছিলো তারা। ভবনের সঙ্গে মই বেঁধে রং করার সময় পাশে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় রাজন ও আসিফ। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।