ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় তাকে বাঁচাতে গিয়ে জোয়াদ আলী (৪৫) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।

রোববার (২৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল একই উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচিনা গ্রামের জাবেদ আলীর ছেলে।

 

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শুকুর মাহমুদ বাংলানিউজকে বলেন, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কদমতলী এলাকায় পুকুরে মাটির কাজ করছিলেন নুরুলসহ কয়েকজন শ্রমিক। এসময় সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ঘটনাস্থলেই মারা যান। এসময় তাকে বাঁচাতে গিয়ে জোয়াদ নামে আরেক শ্রমিক গুরুতর আহত হন।  

পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুরুলের মরদেহ তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।