ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোগী দেখে ফেরার পথে মারা গেলেন চিকিৎসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুন ২২, ২০১৯
রোগী দেখে ফেরার পথে মারা গেলেন চিকিৎসক

সাতক্ষীরা: রোগী দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সাতক্ষীরা শিশু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোস্তফা নুর মোহাম্মদ (৫২)। 

শুক্রবার (২১ জুন) রাতে যশোর-সাতক্ষীরা সড়কের বাগআচড়ার কুচিমোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগরের নুরনগর গ্রামে।

 

সাতক্ষীরা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন জানান, ডা. মোস্তফা নুর মোহাম্মদ বাগআচড়াস্থ ক্লিনিকে রোগী দেখে মোটরসাইকেলে করে সাতক্ষীরা ফিরছিলেন। পথে বাগআচড়ার কুচিমোড়া এলাকায় একটি ট্রাক তাকে বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোরের কুইন্স হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।  

সাতক্ষীরা শিশু হাসপাতালের তত্ত্বাবধয়াক ডা. জাকির হোসেন বাংলানিউজকে বলেন, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়েছে। আজ বাদ মাগরিব সাতক্ষীরা কোর্ট জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ নুরনগরে গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে পরবর্তী জানাজা শেষে তাকে দাফন করা হবে।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।