ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করল বিদ্যুৎহীন বিক্ষুব্ধরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, জুন ২২, ২০১৯
কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করল বিদ্যুৎহীন বিক্ষুব্ধরা বিক্ষুব্ধদের মহাসড়ক অবরোধ। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে গত দুই ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার ক্ষোভে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (২১ জুন) সন্ধ্যার দিকে জেলা শহরের পীর এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। ফলে ওই মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এতে দুর্ভোগের শিকার হয় সাধারণ যাত্রীরা।

বিক্ষুব্ধরা বলেন, পীর বাড়ির বাজারের পূর্ব পাশে একটি ট্রান্সফরমার বিকল হয়ে গত দুই দিন ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ফলে তীব্র গরমে মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। ছেলে -মেয়েদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে। ঘরে ফ্রিজে থাকা খাবার সামগ্রীও নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বার বার বিদ্যুৎ বিভাগের লোকজনকে বিষয়টি অবহিত করলেও তারা কোনো সাড়া দেয়নি।
অভিযোগ রয়েছে ট্রান্সফরমারটি ঠিক করতে মোটা অংকের টাকা দাবি করেছে বিদ্যুৎ বিভাগ।

এদিকে অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, টাকা নেয়ার অভিযোগটি অস্বীকার করে বলেন, এক থেকে দুই দিনের মধ্যে ট্রান্সফরমারটি ঠিক করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ২১ জুন, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।