ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো শ্রমিকের, আহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, জুন ২২, ২০১৯
ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো শ্রমিকের, আহত ৩

রাজশাহী: রাজশাহীর তানোরে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২১ জুন) বিকেলে তানোর পৌর এলাকার হরিদেবপুরে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম ইব্রাহিম আলী।

তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বিরামপুর গ্রামের পাতাল আলীর ছেলে।  

বজ্রপাতের ঘটনায় আহত তিনজন হলেন- শফিক (৫৫), উজির (৪৫) ও শরীফ (৫০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নিহত ইব্রাহিম আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে হরিদেবপুর এলাকার মুকুলের জমিতে ধান কাটতে গিয়েছিলেন। ধান কেটে ফেরার সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে ইব্রাহিম মারা যান।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

এছাড়া নিহত ইব্রাহিমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুন ২১, ২০১৯
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।