ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিয়োগ পরীক্ষার খাতা পূরণ করে দেয়ায় শিক্ষক শ্রীঘরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, জুন ২২, ২০১৯
নিয়োগ পরীক্ষার খাতা পূরণ করে দেয়ায় শিক্ষক শ্রীঘরে

মাগুরা: মাগুরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র পূরণ করে দেয়ায় জাহাঙ্গীর আলম খান নামের এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শুক্রবার (২১ জুন) মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মাগুরা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, শুক্রবার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে মইনুল হাসান নামে এক পরীক্ষার্থী তার উত্তরপত্র শিক্ষক জাহাঙ্গীর আলম খানের কাছে জমা দেন।

ওই শিক্ষক  পাশের কক্ষের দায়িত্বে ছিলেন। জাহাঙ্গীর আলম ওই পরীক্ষার্থীর  উত্তরপত্র পূরণ করা শুরু  করেন।  

এ সময় অন্য পরীক্ষার্থীরা বিষয়টি ওই কেন্দ্র পরিদর্শনে আসা  ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিনের নজরে আনেন। এরপর ম্যাজিস্ট্রেট  ঘটনাস্থলে গিয়ে শিক্ষক জাহাঙ্গীর আলম খানকে হাতেনাতে ধরেন।  তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাহাঙ্গীর আলম খানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিন।

এ ব্যাপারে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, আমি এ সম্পর্কে কিছু  বলতে চাই না বিষয়টি জেলা প্রশাসনের।
 
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুন ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।