ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিজিবির জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি কুকুর এলো ভারত থেকে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, জুন ২১, ২০১৯
বিজিবির জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি কুকুর এলো ভারত থেকে

বেনাপোল (যশোর): বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি কুকুর আনা হয়েছে। 

শুক্রবার (২১ জুন) দুপুরে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে কুকুরগুলো বেনাপোল চেকপোস্টে আনা হয়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাকি বিল্লাহ বাংলানিউজকে জানান, গত জানুয়ারি মাসে বিজিবির ৫২ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের মধ্য প্রদেশের টেকেনগুয়ালিয়ায় বিএসএফ’র ট্রেনিং সেন্টারে যায়।

ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজিবি’র নায়েব সুবেদার মাহবুবুল আলম। প্রায় সাড়ে চার মাস প্রশিক্ষণ শেষে ওই প্রতিনিধি দল শুক্রবার বাংলাদেশে ফিরে আসে। ওই দলটিই প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ভারতীয় কুকুর (ডগ স্কোয়াড) নিয়ে এসেছে। কুকুরগুলো প্রথমে যশোর বিজিবি ব্যাটালিয়নে নেওয়া হবে। পরে ঢাকার পিলখানায় বিজিবি হেডকোয়ার্টারে নেওয়া হবে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুন ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।