ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, জুন ২১, ২০১৯
মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  আব্দুল মোতালেব মিয়া হিরুকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নেতারা। ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মিয়া হিরুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। 

শুক্রবার (২১ জুন) বাদ জুমা রাজবাড়ীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে দুপুর ২টায় ভবানীপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে  জেলা প্রশাসন ও পুলিশ তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে।

 

অসুস্থতা জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত আড়াইটায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে তার মরদেহ রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে আনা হয়। সেখানে প্রথমে কাজী কেরামত আলী এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ নেতারা ও রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী ও কাউন্সিলর মিজানুর রহমান মিজান পুষ্পস্তবক দিয়ে তাকে শ্রদ্ধা জানান।

পরে পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. উজির আলী শেখ, সহ-সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিসহ যুবলীগের নেতারা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান।  

মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মিয়া হিরু রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।