ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাভারে বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধে মানববন্ধন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জুন ২১, ২০১৯
সাভারে বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধে মানববন্ধন মানববন্ধন। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে প্রতিবাদ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় জনতা। 

শুক্রবার (২১ জুন) বিকেলে আশুলিয়ার জামগড়ার ফ্যান্টাসি কিংডমের সামনে বিভিন্নস্থান থেকে বিক্ষোভ নিয়ে সমবেত হয় ভুক্তভোগীরা। এরপরে সবাই মহাসড়কে মানববন্ধনে অংশ নেয়।


 
মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা বলেন, প্রি-পেইড মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে। আমরা বিষয়টি পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে সমাধানের জন্য জানালেও তারা তা সমাধান না করে আরো এই মিটার বসাচ্ছে। প্রি-পেইড মিটার বসানোর পরে আগের চেয়ে চার গুণ বেশি বিল ওঠে। তাই আমরা এই মিটার বসানো বন্ধ ও সমস্যার দ্রুত সমাধান চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছি।  

এ সমস্যার দ্রুত সমাধানের দাবিও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

ইয়ারপুর ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা মো. হালিম মৃধা, মো. মঞ্জুরুল আলম ভূঁইয়া, মো. আলম মৃধা ও মো. জয়নাল আবেদিন মিঞাসহ এলাকাবাসী এ বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়:  ১৮১৮ ঘণ্টা, জুন ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।