ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবজাতক নাতির মুখ দেখা হলো না নাসির উদ্দিনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জুন ২১, ২০১৯
নবজাতক নাতির মুখ দেখা হলো না নাসির উদ্দিনের

সাতক্ষীরা: নাতির মুখ দেখা হলো না নাসির উদ্দিন সরদারের (৫০)। নবজাতক নাতির মুখ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী শেফালী বেগম (৩৫)।

শুক্রবার (২১ জুন) দুপুরে সাতক্ষীরা জেলার শ্যামনগর-কালীগঞ্জ সড়কের পাউখালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তারা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নাসির উদ্দিন সরদারের পুত্রবধূ কালীগঞ্জের নলতার একটি ক্লিনিকে পুত্র সন্তানের জন্ম দেন। দুপুরে তারা স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে নবজাতক নাতিকে দেখতে যাচ্ছিলেন। পথে শ্যামনগর-কালীগঞ্জ সড়কের পাউখালী মোড়ে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান নাসির উদ্দিন। এ ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী শেফালী বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে সাতক্ষীরায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুন ২১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।