ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র কেনা-বেচার সময় আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জুন ২১, ২০১৯
নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র কেনা-বেচার সময় আটক ৬

ঝিনাইদহ: ঝিনাইদহে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র কেনা-বেচার সময় ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২১ জুন) সকালে শহরের আরাপপুরের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- প্রশান্ত কুমার দাস, আব্দুল মজিদ, আল মাউন, তাইনুর আলম, হাসান ইকবাল ও রিপন হোসেন।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবির) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহঙ্গীর আলম বাংলানিউজকে জানান, শহরের আরাপপুরের আব্দুল মজিদের বাসায় সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্রশান্ত, আব্দুল মজিদ, আল মাউন, তাইনুর আলম, হাসান ইকবাল ও রিপনকে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র বিক্রির ৬০ হাজার টাকা জব্দ করা হয়।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর খায়রুল ইসলাম বাংলানিউজকে জানান, পরীক্ষা শেষে আসল প্রশ্নপত্রের সঙ্গে বিক্রি হওয়া প্রশ্নপত্র মেলানোর পর কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।