bangla news

যশোরে ছুরিকাঘাতে দাখিল পরীক্ষার্থী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-২১ ৪:২৮:৩৮ এএম
ম্যাপ

ম্যাপ

যশোর: যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সজিব হোসেন সম্রাট (১৬) নামে দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ জুন) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

নিহত সম্রাট যশোর সদর উপজেলার বড় বালিয়াডাঙ্গা গ্রামের তাজ উদ্দিনের ছেলে। সে স্থানীয় হযরত শাহ আউলিয়া দাখিল মাদ্রাসার দাখিল শ্রেণির ছাত্র।  

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সম্রাট বাড়ি থেকে বাহাদুর বাজারে আসছিল, পথে যশোর- মাগুরা সড়কের বাহাদুরপুর গ্যাস প্ল্যান্টের কাছে এলে দুইটি মোটরসাইকেলে অজ্ঞাত তিন যুবক এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকার হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। রাতে অ্যাম্বুলেন্সে উঠানোর পরে সম্রাটের মৃত্যু হয়।

যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্টিত করেছেন। 

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুন ২১, ২০১৯
ইউজি/এমএ

ক্লিক করুন, আরো পড়ুন :   যশোর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-06-21 04:28:38