ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, জুন ২১, ২০১৯
ধামরাইয়ে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ফাতেমা আক্তার নামের আট বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) রাতে ধামরাইয়ের সাভার নামাবাজার-ঢুলিভিটা শাখা সড়কের বড় চন্দ্রাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার দুগুরিয়া গ্রামের মো. আবু বকরের মেয়ে।

শিশুটি ধামরাইয়ের চন্দ্রাইলে পরিবারের সঙ্গে থেকে চন্দ্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তো।

স্থানীরা জানায়, রাত ৯টার দিকে ঢুলিভিটা থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা বেপরোয়াভাবে এলে নামাবাজার-ঢুলিভিটা শাখা সড়কের বড় চন্দ্রাইল এলাকায় ফাতেমাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

ধামরাই মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়:  ০২১৯ ঘণ্টা, জুন ২১, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।