ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পুলিশে নিয়োগের নামে প্রতারণা, লাখ টাকাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জুন ২১, ২০১৯
পুলিশে নিয়োগের নামে প্রতারণা, লাখ টাকাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পুলিশে নিয়োগ দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে ১ লাখ টাকাসহ জালাল উদ্দিন নামে একজনকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আ. রাশিদুল বাংলানিউজকে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তেররশিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে আসাদুজ্জামান লিটন একই ইউনিয়নের এলাম আলীর ছেলে রুবেলকে পুলিশে চাকরি নিয়ে দেব বলে তার সঙ্গে ১৫ লাখ টাকা চুক্তি করে। প্রথম পর্যায়ে ৩ লাখ টাকা নেয়।

বিষয়টি এলাম আলীর সন্দেহ হলে তিনি পুলিশের আশ্রয় নেন। এরই পরিপ্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার বিকেলে প্রতারক লিটনের বাড়িতে গিয়ে নগদ ১ লাখ টাকাসহ তাকে আটক করে।

এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।