ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবলিক প্লেসে ধূমপান নিয়ন্ত্রণের দাবিতে শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জুন ২১, ২০১৯
পাবলিক প্লেসে ধূমপান নিয়ন্ত্রণের দাবিতে শোভাযাত্রা

ঢাকা: বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে পাবলিক প্লেসে ধূমপান কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবিতে তামাকবিরোধী শোভাযাত্রা বের করেছে মাদকবিরোধী সংগঠন প্রত্যাশা। 

বৃহস্পতিবার (২০ জুন) সকালে ঘোড়ার গাড়ির শোভাযাত্রাটি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে এসে শেষ হয়।  

শোভাযাত্রা পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু বলেন, তামাক কোম্পানিগুলোকে দেশের প্রচলিত ধূমপান ও তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণ আইন মেনে তামাকের ব্যবসা করতে হবে।

তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনকারীদের কঠোরভাবে তা পালনে বাধ্য করার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তাহলেই কেবল তামাকের ব্যবহার কমিয়ে আনা সম্ভব হবে।  

সভাপতির  বক্তব্যে প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বলেন, তামাক নিয়ন্ত্রণে সরকারের দুর্বল নজরদারির কারণে দেশি-বিদেশি তামাক কোম্পানিগুলো অনেকটা ফ্রি স্টাইলে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করছে। ফলে ঢাকাসহ দেশের সর্বত্র শত শত ছোট বিড়ি-সিগারেটের দোকান গড়ে উঠেছে। এসব দোকানে সরকারের ধূমপান ও তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তামাকের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। সহজলভ্য ও হাতের নাগালে পাওয়ায় তামাকে আসক্ত হয়ে দেশব্যাপী একটি অসুস্থ সমাজ তৈরি হচ্ছে। একইসঙ্গে পাবলিক প্লেসে ধূমপানের দৃশ্য উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এজন্য মোবাইল কোর্টের মাধ্যমে পাবলিক প্লেসে ধূমপান কঠোরভাবে নিয়ন্ত্রণ করার পাশাপাশি তামাকের অবৈধ বিজ্ঞাপন প্রচারের দায়ে তামাক কোম্পানীগুলোকেও জেল-জরিমানার আওতায় আনতে হবে।

আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এইড ফাউন্ডেশনসহ বাংলাদেশ তামাকবিরোধী জোটভুক্ত বিভিন্ন সংগঠনের শতাধিক কর্মী অংশ নেন।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুন ২০, ২০১৯
টিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।