ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উত্তরায় উচ্ছেদ অভিযানে ৩০ হাজার বর্গফুট উন্মুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, জুন ২১, ২০১৯
উত্তরায় উচ্ছেদ অভিযানে ৩০ হাজার বর্গফুট উন্মুক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩০ হাজার বর্গফুট এলাকা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।  

সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযানে উত্তরার রবীন্দ্র সরণি, রাজলক্ষী মার্কেট, সোনারগাঁ জনপথে দুই শতাধিক অবৈধ দোকান, সিড়ি, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়।

এর ফলে প্রায় ৩০ হাজার বর্গফুট এলাকা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছে  ডিএনসিসি।

এছাড়া, অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে নির্মাণসামগ্রী রাখার দায়ে সিটি করপোরেশন আইন অনুযায়ী সোনারগাঁ জনপথে ‘নন্দন কানন ডেভেলপারস’ ও ৭নং সেক্টরের ২৮নং সড়কে ‘সিনথিয়া বিল্ডারস’কে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এসএইচএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।