bangla news

অর্থ লেনদেন করলে নিয়োগ বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-২০ ৮:০৩:৪৪ পিএম
পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি

পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি

ঢাকা: পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের তথ্য পেলে নিয়োগ বাতিলসহ আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ সদর দফতর।

বৃহস্পতিবার (২০ জুন) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ করতে পুলিশ সদর দফতর বদ্ধপরিকর। কনস্টেবল নিয়োগ কেন্দ্র করে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অবৈধ পন্থা অবলম্বন করলে নিয়োগ বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইতোমধ্যে মাধ্যমিক পাসের যোগ্যতায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৯ হাজার ৬শ ৮০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে ৬ হাজার ৮শ জন পুরুষ ও ২ হাজার ৮শ ৮০ জন নারীকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট জেলার পুলিশ লাইন্স মাঠে হাজির থাকতে হবে। আবেদনের সময় সঙ্গে আনতে হবে বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্র।

বাংলাদেম সময়: ১৯৫৮ ঘণ্টা, জুন ২০, ২০১৯
পিএম/এএ

ক্লিক করুন, আরো পড়ুন :   পুলিশ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-20 20:03:44