আটকরা হলেন- বাবুল ওরফে কসাই বাবুল (৩৬), সেন্টু মিয়া (৩৫), শাহজাহান (২৬), রুমা বেগম (২৮), আতিকুল ইসলাম আতিক (৪২), তৌহিদুল ইসলাম ওরফে ওমর ফারুক (৩০) ও হালিম মিয়া (২৮)।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, বুধবার দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে শহরের দিঘারকান্দা, খাগডহর ও ভালুকা উপজেলার সিডস্টোর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ২৫০ পিস ইয়াবা ও ২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এরপর বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্তকর্তা।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এমএএএম/ওএইচ/