ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় ওষুধ কোম্পানির অফিসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, জুন ২০, ২০১৯
খুলনায় ওষুধ কোম্পানির অফিসে আগুন প্রতীকী ছবি

খুলনা: খুলনায় একটি ওষুধ কোম্পানির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও, ওই প্রতিষ্ঠানটির দু’টি ফ্রিজ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরীর নিরালা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।  

খুলনার ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের কর্মকর্তা রিপন কুমার ঘোষ বাংলানিউজকে বলেন, নিরালা আবাসিক এলাকার ১০ নাম্বার সড়কের ১৪৫ নাম্বার বাড়ির দ্বিতীয় তলায় ওষুধ কোম্পানি অ্যারিস্টোফার্মার বিক্রয় ও বিতরণ কার্যালয়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে দু’টি ফ্রিজ পুড়ে গেছে।  

খবর পেয়ে টুটপাড়া ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

বাংলাদেশসময়: ১৯০৫ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এমআরএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।