ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফলে স্বচ্ছতা বেড়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুন ২০, ২০১৯
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফলে স্বচ্ছতা বেড়েছে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোর বার্ষিক কার্যক্রম গতিশীল হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এর মাধ্যমে কর্মসম্পাদনের হার এবং স্বচ্ছতাও বেড়েছে বলে তিনি জানান।

বৃহস্পতিবার (২০ জুন) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-সই অনুষ্ঠানে একথা বলেন।  

বিজ্ঞান ও প্রযুক্তিন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনন্য উদ্যোগ। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের বার্ষিক কর্মসম্পাদন কার্যক্রম গতিশীল হয়েছে। কর্মসম্পাদনের হার ও স্বচ্ছতা বেড়েছে। বার্ষিক কর্মসম্পাদনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণায়ের সাফল্য ধরে রাখতে হবে।  

এসময় তিনি সংস্থাপ্রধানদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির শতভাগ বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।  

বিগত বছরগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের হার ছিল প্রায় শতভাগ। তাই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বার্ষিক কর্মসম্পাদনে সব সময়ই এগিয়ে ছিল। বর্তমান অর্থবছরেও সে সাফল্য অব্যাহত থাকবে। এ অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারী ও মন্ত্রণালয়াধীন সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুন ২০, ২০১৯ 
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad