ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় ৪টি স্বর্ণের শিকলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুন ২০, ২০১৯
চুয়াডাঙ্গায় ৪টি স্বর্ণের শিকলসহ আটক ২ স্বর্ণের শিকলসহ আটক দুইজন। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্ট থেকে চারটি স্বর্ণের শিকলসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (২০ জুন) সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার দড়িকর গ্রামের নুরুল হকের ছেলে সৈয়দ রুমান (৩০) ও মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার জিদপুর গ্রামের হাজী শরাফত শরীফের ছেলে মেসরিন (৪২)।

বিজিবি জানায়, গোপন সংবাদে সকালে দর্শনা চেকপোষ্টে অভিযান চালিয়ে ওই দুই পাচারকারীকে আটক করে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা। এসময় তাদের কাছ থেকে চারটি স্বর্ণের শিকল (১০৫ ভরি) জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪৬ লাখ ২০ হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক ইমাম হাসান বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া স্বর্ণের শিকল চারটি চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়:  ১৬৪৫ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad