bangla news

ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৮৪০৩৩ শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-২০ ৩:৫০:১৭ পিএম
কর্মশালা, ছবি: বাংলানিউজ

কর্মশালা, ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠিতে ৮২২ টি কেন্দ্রে ৮৪ হাজার ০৩৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী শনিবার (২২ জুন) এ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় জেলা সিভিল সার্জন কার‌্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

আগামী শনিবার (২২ জুন) ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৫২৯ জন শিশুকে নীল রংয়ের ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ৮৩ হাজার ৫০৪ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি বাস্তবায়নে জেলার মোট ৮২২টি কেন্দ্রে দু’জন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। 

সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় ঝালকাঠির ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এমএস/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-06-20 15:50:17