ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নানান কর্মসূচিতে রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ২০, ২০১৯
নানান কর্মসূচিতে রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালন

রাজশাহী: নানান কর্মসূচির মধ্যে দিয়ে রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে বিভাগীয় পরিবেশ অধিদফতরের উদ্যোগে বৃহস্পতিবার (২০ জুন) সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রাজশাহীর সরকারি ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রশিক্ষণ শেষে মহানগরের শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিল্প ও বণিক সমিতির পরিচালক সাদরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম। এতে বিভাগীয় পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মামুনুর রশীদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত ১০ জুন ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজশাহীর বিভিন্ন স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।