ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কদমতলীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুন ২০, ২০১৯
কদমতলীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

ঢাকা: রাজধানীর কদমতলীর শহীদ নগর এলাকায় ছুরিকাঘাতে আলমাস (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে নিহতর পরিবার কিছুই জানাতে পারেনি।

বুধবার (১৯ জুন) দিনগত রাতে কদমতলী শহিদনগর এলাকায় কে বা কাহারা তাকে ছুরিকাঘাত করে।

পরে মুমূর্ষু অবস্থায় তার সঙ্গে থাকা কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমাস পটুয়াখালী গলাচিপা ছোট চিপা গ্রামের বাবুল মিয়া ছেলে। সে পরিবারের সঙ্গে কদমতলী শহিদনগর মেরাজ নগর এলাকায় থাকতো।

নিহতর বাবা বাবুল মিয়া জানান, ‘বুধবার রাত ৯টার দিকে আলমাস বাসা থেকে বের হয়ে যায়। পরে শহীদ নগর এলাকায়া কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। আমরা খবর পেয়ে হাসপাতালে এসে ছেলের মরদেহ দেখতে পাই। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বা কেন এ হত্যাকাণ্ড ঘটেছে তা আমরা এখনো জানতে পারেনি’।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, ময়না-তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, জুন ২০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।