ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোহাম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুন ২০, ২০১৯
মোহাম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বছিলা সিটির শেষ মাথায় নদীর পাড়ে র‌্যাব-২ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল পৌনে ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার সাব ইন্সপেক্টর শাহীদুল ইসলাম জানান, ওই এলাকায়  র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই যুবকের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।

এছাড়া ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল, ছুরি, চাপাতি উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এদিকে র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, নিহত ব্যক্তির নাম তানভীর আহম্মেদ অনিক (৩৬)। সে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী গ্রুপ সেভেন স্টারের প্রধান। এছাড়া বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।