ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাকুন্দিয়ায় টমটম উল্টে ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জুন ২০, ২০১৯
পাকুন্দিয়ায় টমটম উল্টে ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গরুবোঝাই টমটম উল্টে ছমির উদ্দিন (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১৯ জুন) দিনগত রাত ৮টার দিকে উপজেলার মান্দারকান্দি চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছমির উদ্দিন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মৃত মাওলানা আবদুল হেকিমের ছেলে।

তিনি গরু বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পর কিশোরগঞ্জের নিকলী উপজেলা থেকে চারটি গরু নিয়ে টমটমযোগে তার নিজ এলাকা কাপাসিয়ায় ফিরছিলেন ছমির উদ্দিন। রাত ৮টার দিকে পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি চৌরাস্তা এলাকায় পৌঁছালে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, জুন ২০, ২০১৯ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ