ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জুন ২০, ২০১৯
বেনাপোলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৪ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তাদের আটক করা হয়

বেনাপোল(যশোর): বেনাপোলে বিভিন্ন ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে পল্লি টিভির সাংবাদিক পরিচয়দানকারী চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ জুন) দিনগত রাত সাড়ে ১০টায় বেনাপোল বাজারের একটি ক্লিনিক থেকে পোর্টথানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন- জীবনগরের তারানিবাশ এলাকার করিমের ছেলে আলামিন বিশ্বাস (২৭), আশতালাপাড়া গ্রামের সৌরব হোসেনের ছেলে শাহাজাদ বেলাল (৩২), একই এলাকার আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন (২২) ও দৌলতগঞ্জ এলাকার মিজানুর রহমানের ছেলে শিতল হোসেন (২২)।

বেনাপোল রজনী ক্লিনিকের ম্যানেজার আরাফাত ইসলাম সুইট বাংলানিউজকে জানায়, পল্লি টিভির স্টিকার লাগানো একটি মাইক্রোবাস নিয়ে চার যুবক সাংবাদিক পরিচয়ে তাদের ক্লিনিকে আসে। পরে ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা দাবি করে। এসময় তাদের আচারণ সন্দেহজনক হওয়ায় পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, অভিযোগ পেয়ে চাঁদাবাজির সত্যতা পাওয়ায় তাদের চারজনকে আটক করা হয়েছে। তারা গত তিনদিন ধরে বেনাপোল ও যশোরের বিভিন্ন ক্লিনিকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, জুন ২০, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।