ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় পর্যায়ে বিতর্কে প্রথম শ্রীমঙ্গলের অথৈ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, জুন ২০, ২০১৯
জাতীয় পর্যায়ে বিতর্কে প্রথম শ্রীমঙ্গলের অথৈ মৃন্ময়ী ভট্টাচার্য অথৈ

মৌলভীবাজার: জাতীয় পর্যায়ে বিতর্কে প্রথম স্থান লাভ করেছে শ্রীমঙ্গলের মৃন্ময়ী ভট্টাচার্য অথৈ।

বুধবার (১৯ জুন) ঢাকায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে আয়োজিত উপস্থিত বিতর্ক বিষয়ের প্রতিযোগিতায় সারাদেশের মধ্যে প্রথম হয়েছে সে।  

অথৈ শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধেন্দু ভট্টাচার্য এবং মৌলভীবাজার ফ্লাওয়ারর্স কেজি অ্যান্ড হাই স্কুলের সহকারী শিক্ষিকা বনশ্রী চক্রবর্তীর জ্যোষ্ঠ কন্যা।

 

সে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। বিকর্ত, সংগীত, আবৃত্তি প্রভৃতি বিভাগের সে তার মেধার স্বাক্ষর রেখে চলেছে। অথৈ সবার আশীর্বাদ ও দোয়া প্রার্থী।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, জুন ২০, ২০১৯ 
বিবিবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad